দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। সফর শুরু ৪ এপ্রিল থেকে। এ সফরে বাংলাদেশ দুটি চার দিনের ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘোষণা দেয়। খবর ইউএনবির।
সফরে বাংলাদেশ দল প্রথম চার দিনের ম্যাচ খেলবে আগামী ৭-১০ এপ্রিল এবং দ্বিতীয় চার দিনের ম্যাচ ১৩-১৬ আর এক দিনের ম্যাচ খেলবে ১৯, ২১, ২৩, ২৭, ২৯ এপ্রিল তারিখে।
মোহাম্মদ আশরাফুল
এশিয়ান গেমসে সোনা জয়ের পর আশরাফুলের ওপরই আবারও আস্থা রাখল বিসিবি। যদিও এর পর দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সফল হতে পারেননি ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ ‘এ’ দল
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), শামসুর রহমান (সহ-অধিনায়ক), নাজিম উদ্দিন, মেহরাব হোসেন, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, নাদিফ চৌধুরী, গাজী সাহাগীর হোসেন, কাজী শাহাদাত হোসেন, শেখ রবিউল ইসলাম, সৈয়দ রাসেল, কামরুল ইসলাম রাব্বী, মো. নুর হোসেন ও সাকলাইন সজীব।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।