নাইট রাইডার্সের জন্য গাইবেন শাকিরা, শাহরুখ জানেন না!

বুধবার, ১৬ মার্চ, ২০১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের জন্য নাকি একটি মিউজিক ভিডিও বানাচ্ছেন পপ সম্রাজ্ঞী শাকিরা! তাতে নাকি থাকছেন শাহরুখ খানও৷ কিন্তু শাহরুখ বলেছেন, তিনি এ নিয়ে কিছুই জানেন না!

http://media.somewhereinblog.net/images/robot_eee_1282071085_1-waka_waka.JPG

আইপিএলের অন্যতম এই দলের সদ্য সংবাদটি বেশ সাড়া জাগিয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে৷ তাতে বলা হচ্ছে, শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের মিউজিক ভিডিওতে জুটি বাধছেন দুই তারকা, শাকিরা এবং শাহরুখ খান৷

কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম মালিক যিনি, সেই বলিউড বাদশাহ শাহরুখ খান কিন্তু জানাচ্ছেন ভিন্ন কথা৷ তিনি বলেছেন, ‘শাকিরা গাইবেন নাইট রাইডার্সের জন্য! এটা এখনো তিনি জানেনই না৷'

http://www.dw-world.de/image/0,,6375725_1,00.jpg
স্ত্রী গৌরিকে সঙ্গে নিয়ে শাহরুখ

এমনিতে দুই তারকার খাতির রয়েছে বেশ৷ গত বছর দক্ষিণ আফ্রিকায় দেখাও হয়েছিল দুজনের৷ শাহরুখ পরিবারের সঙ্গে একান্ত সময়ও কাটিয়েছেন শাকিরা একটি অবকাশ যাপন কেন্দ্রে৷ কিন্তু তাঁর দলের জন্য মিউজিক ভিডিও বানাবার কোন কথা তো তখন হয়নি!

ধোঁয়াশায় থাকা এই সংবাদের সত্যতা জানতে টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ তিনি সেই সাংবাদিককে জানালেন, ‘‘আমাদের কলকাতা নাইট রাইডার্সের একটি বিপণন টিম রয়েছে৷ তারাই মূলত টিমের প্রচার প্রচারণার কাজটি করে৷ কিন্তু সত্যি করে বলছি, এখনো আমি জানি না, শাকিরা আমাদের টিমের জন্য সত্যিই নাচবেন কী না৷ আর যদি তিনি তা করেন, তা হবে সত্যিই অনবদ্য, দারুণ৷''

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য