গুগল থেকে এসএমএস পাঠান

শুক্রবার, ১১ মার্চ, ২০১১



আমরা এসএমএসের গুরুত্ব নিশ্চয়ই বুঝি, ই-মেইল কবে না কবে পড়বে, তবে জানবে খবর। প্রবাসী যাদের আপনার প্রায়ই প্রয়োজন হয় তাদের গুগল থেকে মেসেজ দিতে পারেন, তবে সমস্যা হলো প্রতিজনের জন্য আলাদা ই-মেইল অ্যাকাউন্ট লাগবে ও মেসেজ পাবে ১০-৩০ মিনিট পর, এবং বড় ঝামেলা হলো তার মোবাইল কোম্পানিটি গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ কিনা। বাংলাদেশে মোবাইল অপারেটর ‘রবি’ এবং বাংলালিংক এই সুবিধাটি দিচ্ছে, অন্য অপারেটরের কথা আমি জানি না । একটু কূটকৌশলে গুগলের ক্যালেন্ডার সার্ভসকে এই এসএমএসের বাহক তৈরি করে নিয়েছি আমি।

পদ্ধতি :
১. যাকে পাঠাতে চান তার মোবাইল নম্বরটা গুগলের ক্যালেন্ডার সার্ভিস সাপোর্ট করে কিনা, গুগলের ক্যালেন্ডার সেটিংস/হেল্প থেকে জেনে নিন।
২. তার নামে একটি neural network খুলুন, এর সঙ্গে সঙ্গে আপনি গুগলের ক্যালেন্ডার সার্ভিস পাবেন ফ্রি।
৩. ক্যালেন্ডার সেটিংস থেকে মোবাইলকে আইডেনটিফাই ও সার্ভিস অ্যাকটিভ করার জন্য একটি কোড আপনার কাঙ্ক্ষিত জনের কাছে যাবে, তাকে ই-মেইলে বা অন্য কোনো উপায়ে গুগল থেকে পাওয়া কোড নম্বরটি আপনাকে পাঠাতে বলুন এবং কোডটি পাওয়ার পর মোবাইল ভেরিফিকেশন সেকশনে নির্দিষ্ট ঘরটিতে নম্বরটি বসিয়ে সেভ করুন।
৪. ক্যালেন্ডারের রিমাইন্ডার দেয়ার সেটিংসগুলো ঠিক করুন, এখানে ৫ মিনিট আগে রিমাইন্ড দেয়ারও সুযোগ আছে, জরুরি হলে তাই সেট করুন। দিন তারিখ সময় ঠিক করে, মেসেজ অংশে আপনার বক্তব্য উল্লেখ করে সেভ করুন, ব্যস হয়ে গেল।
৫. পরে যখনই তাকে মেসেজ দেয়া প্রয়োজন হবে তার জন্য খোলা আপনার সেই জি-মেইল অ্যাকাউন্টে লগইন করে তার ক্যালেন্ডার সার্ভিসে চলে যান এবং মেসেজ পাঠাতে থাকুন।
একটু ঝামেলা থাকলেও ফ্রি এসএমএসের চার্জ/ফ্রি টাইম/ ক্রেডিট ইত্যাদির ঝামেলা নেই। যেহেতু রিমাইন্ডার সার্ভিস নিয়মিত কাউকে মেসেজ দিতে চাইলে এর বিকল্প নেই, এক মেসেজ সে যতবার খুশি পাঠাবে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য