বিশ্বের ক্ল্যাসিক চলচ্চিত্রের খেতাব অর্জন করল তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট রাইটার্স ইনস্টিটিউটে বিশ্বের ক্ল্যাসিক চলচ্চিত্রগুলোর এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে ১১ মার্চ দেখানো হবে মাটির ময়না।
এ ধরনের সম্মান অর্জন করায় মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ বলেন, ভালো লাগার দিকটা যেমন আছে, ঠিক তেমনি মন্দ লাগার দিকও রয়েছে। অনেকটা আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি মাটির ময়না চলচ্চিত্রটি বানিয়েছিলাম দেশের সব শ্রেণীর দর্শকের জন্য। কিন্তু ঢাকায় কিছুদিন দেখানোর পরই কী এক অজ্ঞাত কারণে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। অথচ সেই ছবি কিনা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।’

তারেক মাসুদ
তিনি জানান, মাটির ময়নার ১০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের অক্টোবরে সারা দেশে ছবিটি আবারও মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।
তারেক মাসুদ আরও বলেন, ‘এখন পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া ৩৫টি দেশে মাটির ময়না চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া মাটির ময়না প্রদর্শিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উত্সবেও। শুধু আমার নিজের দেশের মানুষকেই ছবিটি দেখাতে পারিনি। আমার সব পরিশ্রম সার্থক হবে যখন ছবিটি এ দেশের মানুষকে দেখাতে পারব।’
প্রসঙ্গত, প্রদর্শনীতে ফেদেরিকো ফেলিনি ও আকিরা কুরোসাওয়ার ছবির পাশাপাশি মাটির ময়না প্রদর্শিত হবে। গত ১৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এসবিএসের সম্প্রচারের ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বমানের বেশ কিছু ক্ল্যাসিক ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়, তার মধ্যে মাটির ময়না ছিল।
মাটির ময়না চলচ্চিত্রটি ২০০৮ সালে মার্কিন টিভি চ্যানেল টার্নার ক্ল্যাসিক মুভিজেও প্রচার করা হয়। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পুরস্কার পাওয়া ছবিগুলো প্রচার করে টিভি চ্যানেলটি। ২০০২ সালে মাটির ময়না ছবিটি কান চলচ্চিত্র উত্সবে সমালোচক পুরস্কার পায়।
সুত্রঃ প্রথম আলো
তারিখঃ মঙ্গলবার, ৮ মার্চ ২০১১
তারিখঃ মঙ্গলবার, ৮ মার্চ ২০১১
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।