স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত হলো শিল্পী হায়দার হোসেনের একক অ্যালবাম ‘প্রত্যাশা’। এটি তাঁর চতুর্থ একক অ্যালবাম। আজ মঙ্গলবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেলটেকের কনসালট্যান্ট এশা আহমেদ ও রেজ রেকর্ডসের স্বত্বাধিকারী আদনান করিম।
প্রত্যাশা অ্যালবামের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পী হায়দার হোসেন।
হায়দার হোসেন বলেন, ‘আমি সব সময় পরিবর্তন চেয়েছি। চেয়েছি সব নেতিবাচক দিক যেন ইতিবাচক হয়। গানে আর সুরে সুরে চেষ্টা করেছি সমাজ, দেশপ্রেমসহ নানা কিছু মানুষকে বোঝাতে।’
জানা গেছে, অ্যালবামের বেশির ভাগ গানই সফট ও মেলো রক ধাঁচের, পাশাপাশি রয়েছে হার্ড রক ধাঁচের গানও। বরাবরের মতো এবারও গানগুলো হায়দার হোসেন নিজেই লিখেছেন। আছে জিয়া আহমেদের লেখা গানও। সব কটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন হায়দার নিজেই।
নিজের চতুর্থ অ্যালবামের গান প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘এইডস, জাগরণ আর দেশপ্রেম নিয়ে গান থাকছে। এবার নিজেকে নিয়ে একটি গান তৈরি করেছি। সেটিও থাকছে এখানে।’
সবশেষে শিল্পী হায়দার হোসেন তাঁর নতুন অ্যালবামটির বেশ কয়েকটি গান উপস্থিত দর্শকদের গেয়ে শোনান।
শেলটেক নিবেদিত হায়দার হোসেনের চতুর্থ একক অ্যালবাম ‘প্রত্যাশা’ বাজারে এনেছে রেজ রেকর্ডস।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।