কক্সবাজারে বছরব্যাপী ভোট কার্যক্রম

বুধবার, ২৩ মার্চ, ২০১১

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে সুন্দরবনকে বিজয়ী করতে কক্সবাজারে বছরব্যাপী ভোট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম এ খালেক ও বিপুল কৃঞ্চ দাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, প্রকৌশলী কানন পাল, সহকারী পুলিশ সুপার (সদর) মো. তোফায়েল আহমদ প্রমুখ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর এই কার্যক্রমের বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক বলেন, সুন্দরবন ও কক্সবাজার বাংলাদেশের গর্ব। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষস্থানে নিয়ে যেতে প্রত্যেককে ভোট প্রয়োগ কার্যক্রমে অংশ নিতে হবে।

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/CoxBazar_Beach.JPG/800px-CoxBazar_Beach.JPG

বেলা ১১টা থেকে দুটি ল্যাপটপ কম্পিউটারে সুন্দরবনকে ভোট দেওয়া শুরু করা হয়। প্রথম ভোটটি দেন জেলা প্রশাসক। এরপর স্থানীয় আইনজীবী, সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ ও সমাজকর্মীরা ভোট কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পেশার শতাধিক মানুষ সুন্দরবনকে ভোট দেন।
ভোট প্রদান কার্যক্রমের সমন্বয়ক বিশ্বজিত সেন জানান, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষ স্থানে নিয়ে যেতে বছরব্যাপী এই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী কিছুদিন শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ভোট প্রয়োগ শেষে জেলার আটটি উপজেলার এই কার্যক্রম চালানো হবে। ভোট প্রয়োগের পাশাপাশি চলবে পরিবেশ রক্ষাসংক্রান্ত নানা প্রচার কার্যক্রম।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য