‘জলবায়ু পরিস্থিতিতে ধনী দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে’

সোমবার, ২৮ মার্চ, ২০১১

গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে ধনী দেশগুলোকে নেতৃত্বের ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার হোটেল শেরাটনে জলবায়ু বিষয়ক চার দিনব্যাপী আন্তর্জাতিক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_1/129951162720110307.jpg

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোই জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য নষ্টের জন্য বেশি দায়ী। এজন্য জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় উন্নত দেশগুলোকেই নেতৃত্বের ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, উন্নয়ন সহযোগীরা এ পর্যন্ত বাংলাদেশকে একশ’ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

জবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো অভিযোজন কার্যক্রমে জোরালভাবে এগিয়ে আসার জন্য শেখ হাসিনা ধনী দেশগুলোর প্রতি অনুরোধ জানান।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভ্যান্স এনভাইরনমেন্ট স্টাডিজ এবং ব্রিটেনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই কর্মশালার আয়োজক।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের কমপক্ষে তিনশ’ প্রতিনিধি এই কর্মশালায় অংশ নিচ্ছেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য