গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে ধনী দেশগুলোকে নেতৃত্বের ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার হোটেল শেরাটনে জলবায়ু বিষয়ক চার দিনব্যাপী আন্তর্জাতিক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোই জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য নষ্টের জন্য বেশি দায়ী। এজন্য জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় উন্নত দেশগুলোকেই নেতৃত্বের ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, উন্নয়ন সহযোগীরা এ পর্যন্ত বাংলাদেশকে একশ’ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
জবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো অভিযোজন কার্যক্রমে জোরালভাবে এগিয়ে আসার জন্য শেখ হাসিনা ধনী দেশগুলোর প্রতি অনুরোধ জানান।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভ্যান্স এনভাইরনমেন্ট স্টাডিজ এবং ব্রিটেনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই কর্মশালার আয়োজক।
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের কমপক্ষে তিনশ’ প্রতিনিধি এই কর্মশালায় অংশ নিচ্ছেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।