সপ্তাহের শেষ দিনে বাজারে বড় পতন

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এ নিয়ে টানা তিন দিনের মতো সূচক কমল বাজারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারের ধস ঠেকাতে সরকার ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেওয়ার পর থেকে কিছুটা স্থিতিশীলতার লক্ষণ দেখা গিয়েছিল।
কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তহবিলটির বিষয়ে নেতিবাচক মন্তব্য করায় বিনিয়োগকারীরা এ তহবিলের ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যান। দরপতনের পেছনে এটি একটি বড় কারণ বলে মনে করেন তাঁরা।
এ ছাড়া দেশের সামগ্রিক অর্থনীতি নানামুখী চাপের মধ্যে রয়েছে—গত কয়েক দিন বিভিন্ন সংবাদপত্রে এ ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে। এ নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সংশয় থাকতে পারে বলে বিশ্লেষকেরা জানান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ধসের পর বাজার স্বাভাবিক হতে শুরু করলেও বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি আতঙ্কমুক্ত নন। এ কারণে ছোটখাটো খবরেও তাঁদের ওপর বড় ধরনের প্রভাব ফেলে।
তবে বাজার-সংশ্লিষ্টদের অনেকে বলেন, তদন্ত কমিটি এ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এতে কারসাজির সঙ্গে জড়িত অনেক বড় বিনিয়োগকারীর নামই হয়তো বেরিয়ে আসবে। প্রতিবেদন জমা দেওয়াকে সামনে রেখে এ ধরনের অনেকেই বর্তমানে খুব একটা সক্রিয় নেই। এটিও বাজারের দরপতনের পেছনে ভূমিকা থাকতে পারে। সরকারকে চাপের মধ্যে রাখতেই হয়তো এটা করা হয়েছে।
এদিকে, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান গতকাল বাংলাদেশ ফান্ডের ব্যাপারে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে প্রথম আলোকে তিনি বলেন, ফান্ডের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। আগামী সপ্তাহেই ফান্ড গঠনের অনুমোদন চেয়ে এসইসিতে আবেদন করা হবে।
বাজার পরিস্থিতি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিনের লেনদেন শেষে মূল্যসূচক ১৭৬ পয়েন্ট কমে ছয় হাজার ১৬৫ পয়েন্টে নেমে আসে। এ নিয়ে গত তিন দিনে ডিএসইতে সূচক কমেছে ৩৬৪ পয়েন্টের মতো।
সিএসইর সার্বিক মূল্যসূচক ৫১৮ পয়েন্ট কমে ১৭ হাজার ২৪৬ পয়েন্টে নেমে আসে। এ স্টক এক্সচেঞ্জটিতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে নয়টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ১৫ কোটি টাকা কম।
অন্যদিকে, ডিএসইতে মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৮৬৭ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ১৯৬ কোটি টাকা কম।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য