বাংলাদেশের বিশ্বকাপ শেষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে একটি পরাজয়ই বাংলাদেশের বিশ্বকাপ শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু, পরাজয়টি যেভাবে এল, তাতে আবার লজ্জা পেতে হল এদেশের ক্রিকেট পাগল দর্শকদের। দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জবাবে বাংলাদেশ এবার অলআউট হয়েছে ৭৮ রানে। ২০৬ রানের বিশাল এক পরাজয় নিয়ে বিশ্বকাপ মিশনটা শেষ হল বাংলাদেশের।
টস জিতে সকালেই ব্যাটিংটা বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নতুন বলের বোলারদের ব্যর্থতায় বাংলাদেশের ওপর চেপে বসে তাঁরা হাশিম আমলা ও গ্রায়েম স্মিথের কল্যাণে। মাত্র ২০ দশমিক ৪ ওভারেই ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৪৫ রানে মাহমুদউল্লাহ বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন স্মিথ। এরপর খুব দ্রুতই হাশিম আমলা আউট হয়ে গেলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত ছিল বাংলাদেশের। ১৪১ রানের মাথায় জেপি ডুমিনি রুবেলের বলে কট বিহাইন্ড হলে প্রোটিয়ারা কিছুটা ব্যাকফুটে চলে যায়। কিন্তু অভিজ্ঞ জ্যাক ক্যালিস ও ডু প্লেসিস ভালো একটি জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যান চালকের আসনে। ক্যালিস দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন। প্লেসিসের সংগ্রহ ছিল ৫২ রান। টপ অর্ডারের চার ব্যাটসম্যান স্মিথ, আমলা, ক্যালিস ও প্লেসিসের কল্যাণে প্রোটিয়াদের ইনিংস দাঁড়ায় ৮ উইকেটে ২৮৪ । বাংলাদেশের পক্ষে ৫৬ রানে ৩ উইকেট নেন রুবেল হোসেন। সাকিবের সংগ্রহ ছিল ২ উইকেট। এছাড়া মাহমুদউল্লাহ ও আবদুর রাজ্জাক দু’জনেই ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৭৮ রান। এই দলীয় ইনিংসে আসলে বলার মতো কোনো ঘটনা ছিল না। স্কোর কার্ডের দিকে কেউ যদি এক নজর তাকান, তাহলেই পুরো ইনিংসের চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ৩০ রান না করলে লজ্জাটা কোন স্তরের পেতে হত, তা আর বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন সোতসবে, ১২ রানে ৪ উইকেট নিয়েছেন পিটারসন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।