টানা ৯০ দিন সংসদে অনুপস্থিতির সুযোগ বাতিলের দাবি

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকার সুযোগ বাতিল করার দাবি করেছেন আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ জন্য তিনি সংসদের কাছে সংবিধানের ৬৭ অনুচ্ছেদ সংশোধনের আহ্বান জানিয়েছেন
গতকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত এ আহ্বান জানান
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১১ মাস ২০ দিন পর সংসদের বৈঠকে যোগ দেন উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ধারাবাহিকভাবে সংসদ বর্জন করার সুযোগ থাকা উচিত নয় এ জন্য আমি সংবিধানের ৬৭ অনুচ্ছেদের “৯০ বৈঠক”-এর বদলে “৯০ দিন” করার দাবি জানাচ্ছি এটা করা হলে বিরোধী দলকে সংসদের প্রতি অধিবেশনে যোগ দিতে হবে
সংসদকাজে খালেদা জিয়ার যোগদান সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘তিনি ঝড়ের বেগে আসলেন, উল্কার বেগে চলে গেলেন এটা সংসদীয় শিষ্টাচারের মধ্যে পড়ে না’ দেশে সাংবিধানিক শূন্যতা রয়েছে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘সংবিধান না থাকলে তিনি সংসদে আসলেন কীভাবে? আসলে আমাদের সংবিধান আছে নেই ওনাদের সামরিক ফরমান সেই ফরমান আদালত অবৈধ করে দিয়েছেন
যুদ্ধাপরাধীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছেন—জমির উদ্দিন সরকারের এমন বক্তব্য সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘জমির উদ্দিন সাহেবের বয়স হয়েছে, তাই মতিভ্রম হয়েছে তিনি ক্ষণজন্মা পুরুষ তা না হলে কি ৩৬ লাখ টাকার ওষুধ খান তিনি যুদ্ধাপরাধের বিচার মানেন না অথচ তাঁর নেত্রী বললেন, যুদ্ধাপরাধের বিচার মানেন
তার আগে জমির উদ্দিন সরকার বলেন, এখন যুদ্ধাপরাধের বিচার করা হলে শেখ মুজিবুর রহমানকে অসম্মান করা হবে কারণ তিনি যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন
দেশের আইনশৃঙ্খলা-পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় সাংসদ মওদুদ আহমদ বলেন, এমপিদের বাসায় ডাকাতি হলে দেশের জনগণ কোথায় যাবে? বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রজিনৈতিক মামলা প্রত্যাহার করা হলে আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি হবে বলে তিনি দাবি করেন
মওদুদ আহমদ সরকারে উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত চার হাজার ৮২৯ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে এমনটা আমরাও করেছি আমরা ভুল করেছি কিন্তু আপনারা কেন ভুল করছেন? আপনারা আইনের শাসনকে আরও উন্নত করেন
মইনউদ্দিন, ফখরুদ্দীন, ইয়াজউদ্দিন ও তাঁদের সহযোগীদের বিচার দাবি করে মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক নেতাদের চরিত্র হননই ছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য
বিরোধী দল থেকে এ সরকারের আমলে বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উত্থাপনের যে দাবি জানানো হয়েছে, সে সম্পর্কে আওয়ামী লীগ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, বিএনপির আমলে বিদেশের সঙ্গে যত চুক্তি হয়েছে তার একটি নিয়েও সংসদে আলোচনা হয়নি
গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন আমান উল্লাহ, হাফিজুর রহমান মজুমদার, মজিবুর রহমান সরোয়ার, হামিদুর রহমান আযাদ, নাজিমউদ্দিন প্রমুখ

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য