নতুন ব্ল্যাকহোলের সন্ধান

বুধবার, ১৬ মার্চ, ২০১১

মহাকাশবিজ্ঞানীরা সম্প্রতি নাসার চন্দ্রা এক্সরে পর্যবেক্ষণকেন্দ্র থেকে সবচাইতে তরুণ একটি নতুন ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করা হচ্ছে। এমন ধরনের মহাকাশজাতিক বস্তুর শিশুকাল থেকে বেড়ে ওঠা দেখতে পাওয়ার সুযোগটা যে কতোটা বিরল তা বলাই বাহুল্য। এই নতুন ব্ল্যাকহোলের বয়স মাত্র তিরিশ বছর বলে অনুমান করা হচ্ছে।

http://rtnn.net/newsimage/sec_10/subsec_26/129033440020101121.jpg
নতুন ব্ল্যাকহোল

এই ব্ল্যাকহোলটি মূলত এসএন ১৯৭৯সি-এর অংশবিশেষ বলে ধারণা করা হচ্ছে, যা গ্যালাক্সি এম১০০ এর অন্তর্গত এবং প্রায় পৃথিবী থেকে পঞ্চাশ মিলিয়ন আলোকবর্ষ দূরে। চন্দ্রা থেকে প্রাপ্ত তথ্যাদি, নাসার সুইফট স্যাটেলাইট এবং ইউরোপিয়ান মহাকাশবিজ্ঞান সংস্থার এসএমএম নিউটন এবং জার্মানির রোসাট সকল প্রাপ্ত তথ্যগুলো পর্যবেক্ষণ করে মহাকাশবিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হন যে উজ্জ্বল আলোক উৎসটি ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত বেশ স্থির রয়েছে। এই ব্ল্যাকহোলটিতে নানানরকম বস্তু পতিত হয়েছে এবং তার কারণে অথবা এর বাইনারি কম্পানিয়নের কারণে এটি বেঁচে আছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য