খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের পরিবর্তে আর্থিক সুবিধা নিয়ে মধ্যবিত্ত ও সচ্ছল ব্যক্তিদের নাম ভিজিডি কার্ডে তালিকাভুক্ত করার প্রতিবাদে এলাকাবাসী গত শনিবার দুপুর ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ইউপি কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাতে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদুল মজিদ তালুকদার লাঞ্ছিত হন।
আইচগাতি ইউনিয়নের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ভিজিডি কার্ডে প্রকৃত দুস্থ ও অসচ্ছল মানুষদের নাম তালিকাভুক্ত না করে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদুল মজিদ তালুকদার দুর্নীতির আশ্রয় নিয়েছেন। তিনি কার্ডপ্রতি দুই থেকে তিন হাজার টাকা নিয়ে মধ্যবিত্ত ও সচ্ছল ব্যক্তিদের নাম ভিজিডি কার্ডে তালিকাভুক্ত করেছেন। এসবের প্রতিবাদ জানিয়ে এবং নতুন করে ভিজিডি কার্ড তৈরির দাবিতে এলাকাবাসী গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে। আন্দোলনের অংশ হিসেবে শনিবার ইউনিয়নের প্রায় দুই হাজার নারী-পুরুষ এক হয়ে মিছিল নিয়ে ইউপি কার্যালয় ঘেরাও করে। এ সময় সমাবেশে বক্তৃতা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী, মাস্টার অলিয়ার রহমান, আঞ্জুমান আরা, ইয়াহিয়া কাজী প্রমুখ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর বলেন, পুলিশের হস্তক্ষেপের কারণে ঘটনা বেশি দূর গড়াতে পারেনি।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর শেখ বলেন, তালিকাভুক্ত ভিজিডি কার্ড বাতিল এবং পুনরায় কার্ড করা হবে—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলামের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
খুলনায় ভিজিডি কার্ডে অনিয়মের প্রতিবাদ ইউপি কার্যালয় ঘেরাও
সোমবার, ১৪ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।