একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
একইসঙ্গে বিএনপি নেতা আবদুল আলীমকে আটকাদেশের আবেদন করা হয়েছে। বুধবার প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ আবেদন জমা দেয়া হয়।
বিকালে পুরনো হাইকোর্ট ভবনের প্রসিকিউটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউশন টিমের সদস্য জেয়াদ আল মালুম এসব তথ্য দেন।
তিনি বলেন, কারাগারে আটক মতিউর রহমান নিজামী এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হয়েছে। তাই তথ্য যাচাই করতে তদন্তকারী সংস্থা তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের কাছে আবেদন করেছিল। প্রসিকিউশন ওই আবেদনটি আজ ট্রাইব্যুনালে জমা দিয়েছে।
এছাড়া বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল আলীমের বিরুদ্ধে উত্তরবঙ্গের জয়পুরহাট, আক্কেলপুরসহ ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া গেছে বলে জানান মালুম।
তদন্তের স্বার্থে তাকেও আটকাদেশের আবেদন জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।