বোরো মৌসুমের আগেই চালের কেজি হবে ৩০ টাকা: খাদ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১১

চালের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক মন্তব্য করে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘এখন চালের দাম একটু বেশি। চালের দাম অবশ্যই ৩০ টাকার নিচে আসা উচিত। আশা করছি, চালের দাম বোরো মৌসুমের আগেই ৩০ টাকার নিচে নেমে আসবে।’

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_1/128274986520100825.jpg

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান পরিস্থিতিতে চালের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক মন্তব্য করে ড. রাজ্জাক বলেন, ‘দাম বাড়ার কোনো কারণ নেই। আমাদের কাছে চালের যথেষ্ট মজুদ রয়েছে। আগামী বোরো পর্যন্ত যে পরিমাণ খাদ্যের প্রয়োজন হবে তা আমরা যে কোনো সময় সরবরাহ করতে পারবো।’

চালের দাম বর্তমানে একটু বেশি মন্তব্য করে তিনি বলেন, ‘বোরোর আগেই চালের দাম কমবে। কেন কমবে না? বোরোর আগে না কমলে আমাদের ভূমিকা কী হলো।’

দাম নিয়ন্ত্রণে বুধবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি চলবে। একইসঙ্গে ফেয়ার প্রাইস ও রেশনিং কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল বিক্রি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মিল মালিক, পাইকার আর খুচরা বিক্রিতাদের একে অন্যের ওপর দোষারোপের সুযোগে গত কয়েক মাসে বাড়ছে চালের দাম। গত এক বছরে শুধুমাত্র মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে ৯ থেকে ১২ টাকা।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য