জিয়াকে মুজিব হত্যার ‘নায়ক’ বলায় বিএনপির ওয়াকআউট

বুধবার, ১৬ মার্চ, ২০১১

ঢাকা, ১৫ মার্চ (আরটিএনএন ডটনেট)-- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার ‘নায়ক’ অভিহিত করায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130020630620110315.jpg

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার ‘মূল নায়ক’ বলে অভিহিত করেন।

প্রতিবাদে রাত সোয়া ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে বিএনপি ও এর শরিক দলের সংসদ সদস্যরা একযোগে ওয়াকআউট করেন।

লতিফ সিদ্দিকী বলেন, বিরোধীদলীয় নেতা বাহাত্তর থেকে পঁচাত্তরের কথা উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন তাতেই প্রমাণিত হয় জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকারী।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও স্বাধীনতাবিরোধীরা ছেড়ে চলে গেলে আগামীতে বিএনপি আর ক্ষমতার ভাগ বসাতে পারবে না। এজন্যে বিরোধীদলীয় নেতা শঙ্কায় আছেন।

এরআগে ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিকাল পাঁচটার দিকে খালেদা জিয়া তার দলীয় ও জোটের সংসদ সদস্যদের নিয়ে সংসদে প্রবেশ করেন। এ সময় সংসদের যোগ দেয়ার জন্য বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের অভিনন্দন জানান স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ।

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দেশে বর্তমানে বাহাত্তর থেকে পঁচাত্তরের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, এ রকম শূন্যতায় যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। কোনো অশুভ শক্তি এ পরিস্থিতির সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, একবার ক্ষমতায় এসে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। বর্তমানে দেশে এক ব্যক্তির শাসন চলছে। সংসদ থেকে আদালত এক ব্যক্তিই নিয়ন্ত্রণ করছে।

সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি মধ্যবর্তী নির্বাচন দাবি করেন। নিজের দাবির সমর্থনে বিএনপি চেয়ারপারসন বলেন, বিচারপতিরা বলেছেন সংসদ সার্বভৌম নয়। তাই এমন সংসদ চালানোর প্রয়োজন নেই।

পুঁজিবাজার কেলেঙ্কারির জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা যখনই ক্ষমতায় আসেন, তখনই কেন শেয়ারবাজারে এত ধস নামে? কেন এত লুটপাট হয়? আর সরকার কেনই বা নিশ্চুপ থাকে? নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা রয়েছে।’

বিএনপির সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে উপস্থিত হওয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরাও প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তা আন্তর্জাতিক মানের নয়। এটা দিয়ে বিচার সম্ভব নয়।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য