বাগেরহাট, ১৫ মার্চ (আরটিএনএন ডটনেট)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সন্ত্রাস-আতঙ্ক আর দুর্নীতি ও লুটপাট ছাড়া দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। তারা মানুষের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।

মঙ্গলবার স্থানীয় খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ক্ষমতায় গেলে মহাজোট সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করা হবে বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা যে ৩৪টি বিদ্যুতকেন্দ্র নির্মাণ করছি এবং আরো ২৪টি নির্মাণ করবো, তাহলে তিনি (বিরোধীদলীয় নেতা) কি সব বিদ্যুতকেন্দ্র বন্ধ করে দেবেন? আমরা যে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও ব্রিজ-কালভার্ট করছি তা ভেঙে ফেলবেন?’
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বাতিল করে দিয়ে আপনি কী করবেন? শুধু লুটে খাবেন? দুর্নীতি করবেন? সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করবেন?’
বিএনপির বিরুদ্ধে জনগণের সম্পদ লুটের অভিযোগ করে তিনি বলেন, ‘ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জিওয়ালারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এ দেশের কৃষক-শ্রমিক হত্যা করে এবং দরিদ্র মানুষকে চুষে খেয়ে তারা সম্পদের মালিক হয়েছে।’
এরআগে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলায় পৌঁছে দেশের একমাত্র চিংড়ি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।