বিশ্ববিদ্যালয় ছাত্রের দেড় বছরের কারাদণ্ড

রবিবার, ২০ মার্চ, ২০১১

ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক কলেজছাত্রীর অশালীন ছবি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল আহমেদকে (২৩) দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আজ শনিবার এ সাজা দেন।

ফেসবুক
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন ৫০০ মিলিয়ন

র‌্যাব সূত্র জানায়, আজ বিকেল তিনটার দিকে র‌্যাব-১-এর কার্যালয়ে এক কলেজছাত্রী ফোনে অভিযোগ করেন, শাকিল আহমেদ নামের এক যুবক পূর্বপরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে তাঁকে অশ্লীল খুদেবার্তা পাঠান। ইন্টারনেটে তাঁর আপত্তিকর ছবিও দেন। এ অভিযোগের পর র‌্যাব-১-এর মেজর এস এম মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল শাকিলের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শাকিল নিজকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছেন।
মেজর মহিউদ্দিন জানান, শাকিলের বাসা থেকে জব্দ করা মুঠোফোন, মেমোরি কার্ড ও কম্পিউটারে ওই কলেজছাত্রীর আপত্তিকর ছবি পাওয়া গেছে।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে শাকিল স্বীকার করেন, তিনি মেয়েটির ফোনে আপত্তিকর খুদেবার্তা পাঠিয়েছেন। ফেসবুকে তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবিও দেন। তিনি আরও স্বীকার করেন, কথামতো না চললে ওই কলেজছাত্রীকে ফেসবুকে ছবি দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য