‘শরত্চন্দ্রের জনপ্রিয় উপন্যাস পথের দাবি, দেনা-পাওনা, গৃহদাহ, রাজলক্ষ্মী শ্রীকান্ত নিয়ে নির্মিত নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছি। এ ছাড়া করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের করুণাময়ী উপন্যাস অবলম্বনে করুণাময়ী নাটকের কাজ। এবার করছি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের। একজন অভিনেতা হিসেবে এতগুলো উপন্যাসের সব বিখ্যাত চরিত্রে অভিনয় করতে পারা অনেক বেশি আনন্দের ও গর্বের।’ বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।
উপন্যাস নিয়ে নির্মিত ছয়টি নাটকের মধ্যে পথের দাবি ছাড়া বাকি পাঁচটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম। পথের দাবি নাটকটি পরিচালনা করেছেন এ ডি দুলাল।
মীর সাব্বির
এরই মধ্যে চোখের বালি ছাড়া বাকি সবগুলোর শুটিং শেষ হয়ে গেছে। এপ্রিল মাসের শুরুতেই এটির কাজ শুরু করা হবে বলে জানান পরিচালক নিজে।
সাব্বির বলেন, ‘সাহিত্যনির্ভর কাজগুলো করতে গেলে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। কম বাজেটের মধ্যে সে সময়টাকে ধরা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু চরিত্রগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে কোনো কার্পণ্য করিনি।’
সাব্বির আরও বলেন, ‘সাহিত্যনির্ভর যতগুলো কাজই করেছি, এগুলো অসংখ্যবার পড়েছি ও দেখেছিও। দেখতে দেখতে একসময় ইচ্ছা হতো চরিত্রগুলো নিয়ে নির্মিত নাটকে কাজ করার। সাহিত্যনির্ভর কাজগুলো করতে গেলে আবেগ এবং ভয় দুটোই থাকে। কারণ, উপন্যাসের এসব চরিত্রগুলো প্রায় সবারই পড়া এবং দেখা।’
এ কাজগুলো ছাড়া সাব্বির নিজের পরিচালনায় ধারাবাহিক নাটক মকবুলের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পরিচালনার পাশাপাশি নাটকটির কেন্দ্রীয় চরিত্র মকবুল এ অভিনয়ও করছেন তিনি।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।