প্রধান বিরোধী দল বিএনপি কাল মঙ্গলবার সংসদে যোগ দেবে। আজ সোমবার রাতে সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরতেই সংসদে যোগদানের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আমরা সংসদে যোগ দেবো।’
এর আগে সন্ধ্যা ৭টার দিকে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক বসে। বৈঠক রাত ৯টা পর্যন্ত চলে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।