স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি সপ্তাহে বাজারে এসেছে শিল্পী রুমানা ইসলামের একক গানের অ্যালবাম ‘ভালোবাসি, মাগো তোকে’। কিন্তু শিল্পী দেশের বাইরে থাকায় প্রকাশনা উত্সব করা হয়নি। দেশে আসার পর ২৩ মার্চ রাজধানীতে একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রকাশনা উত্সব করা হবে।
বিদেশ যাওয়ার আগে অ্যালবাম প্রসঙ্গে গায়িকা রুমানা ইসলাম বলেন, ‘বাবার চারটি গান—“হায়রে আমার মন মাতানো দেশ”, “যদি আর দেখা নাই হয়”, “আমার আকাশে তুমি” এবং “আকাশের এই লাল রং”-এর মধ্যে দুটি গান আমি নিজে গেয়েছিলাম। বাকি দুটি গেয়েছিলেন শ্রদ্ধেয় মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন। আমি আসলে চেষ্টা করেছি তাঁদের গানগুলোকে নতুন করে গাওয়ার। জানি না কতটুকু করতে পেরেছি। বিচারের ভারটা শ্রোতাদের হাতেই তুলে দিতে চাই।’

রুমানা ইসলাম
জানা গেছে, রুমানা ইসলাম অনেক সময় নিয়ে দেশাত্মবোধক গানের এই অ্যালবামটির কাজ করেছেন। ভালোবাসি, মাগো তোকে নামের এই অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াত খান আতার গান চারটি ।
অ্যালবাম প্রসঙ্গে রুমানা আরও বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছে ছিল দেশের গান নিয়ে একটি অ্যালবাম করার। আশা করছি দেশাত্মবোধক গানের এই অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’
প্রয়াত খান আতার গানগুলো ছাড়া অন্য গানগুলোয় সুর ও সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান, আলাউদ্দিন আলী ও আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সামিট গ্রুপ নিবেদিত দেশাত্মবোধক গানের এই অ্যালবামটি প্রকাশিত হয়েছে লেজার ভিশনের ব্যানারে।
উল্লেখ্য, রুমানা ইসলাম প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার খান আতাউর রহমানের জ্যেষ্ঠ কন্যা।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।