তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজন রয়েছে: সিইসি

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধু আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন ঘোষণা দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য দেশে এখনো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রয়োজন রয়েছে।
গতকাল বুধবার মেহেরপুরে সার্ভার স্টেশন স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় সিইসি শামসুল হুদা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগের নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করতে পারেনি। এ কারণে জনগণ কমিশনের প্রতি কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছিল। আমরা কমিশনের প্রতি জনগণের আস্থা পূরণ করতে পেরেছি।’ তিনি বলেন, ছিটেফোঁটা দু-একটি স্থানে নির্বাচনে যে অঘটন ঘটে, তা ইংল্যান্ড-আমেরিকায়ও হয়।
শামসুল হুদা গত মঙ্গলবার রাতে মেহেরপুরে পৌঁছান। গতকাল সকালে প্রথমে তিনি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে যান। পরে মেহেরপুর নির্বাচন কার্যালয়ের সার্ভার স্টেশনের জন্য জেলা প্রশাসক কার্যালয় চত্বরের একটি পরিত্যক্ত জায়গা পরিদর্শন করেন।
গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামসুল হুদা বলেন, ইউপি নির্বাচন হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। এই নির্বাচন রাজনৈতিকভাবে করার চেষ্টা করলে তা হবে দণ্ডনীয় অপরাধ। ইউপি আইনে উল্লেখ রয়েছে, স্থানীয় সরকার নির্বাচন অরাজনৈতিকভাবে করতে হবে। তিনি বলেন, ‘নির্বাচনসংক্রান্ত আইনটি পাস হয়েছে সংসদে। এখন দেখতে পাচ্ছি, ওনারা (সাংসদেরা) নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় নির্বাচন হিসেবে দেখছেন। গত পৌর নির্বাচনেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু লিখিত কোনো অভিযোগ পাচ্ছি না। তবে সুখের কথা, এখন নির্বাচনী আচরণ বিধিমালা সর্বোচ্চভাবে মানা হচ্ছে।’
সিইসি গতকালই চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয়ের সার্ভার স্টেশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গা নির্বাচন করেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য