ড. ইউনুসকে সরানোর অশুভ প্রক্রিয়া প্রতিহত করার আহ্বান

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অপসারণের অশুভ প্রক্রিয়া প্রতিহত করতে দেশের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ১২ জন মুক্তিযোদ্ধা। গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা এই আহ্বান জানান।
বিবৃতিদাতা মুক্তিযোদ্ধারা হলেন: ফারুক-ই-আজম বীর প্রতীক, শাহাবুদ্দিন আহমেদ, আবু সাইদ সরদার, আবুল কালাম আজাদ, মাহবুব রহমান, ফয়েজ আহমদ, নূর উদ্দিন চৌধুরী, সোহরাব হোসেন, শাহ আলম, সৈয়দ আবুল বাশার, ফজল বারিক ও মাহফুজুর রহমান।
বিবৃতিতে মুক্তিযোদ্ধারা বলেন, ‘মুক্তিযুদ্ধে ভৌগোলিক বিজয়ের পর অর্থনৈতিক মুক্তি অর্জনে আমাদের চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। গত ৪০ বছর এ ক্ষেত্রে যাঁরা সফল হয়েছেন, তাঁদের সর্বাগ্রে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনূস। দেশের মানুষের জন্য অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বের সর্বাধিক গৌরবমণ্ডিত স্বীকৃতি নোবেল পুরস্কার অর্জন করেছেন। দারিদ্র্যমুক্তির চিন্তা ও প্রয়োগের বৈচিত্র্যে তিনি আজ সারা বিশ্বে সম্মানিত ব্যক্তিদের অন্যতম। তিনি জাতির গৌরব এবং তরুণ প্রজন্মের আদর্শ।’
মুক্তিযোদ্ধারা বলেন, ‘সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে অধ্যাপক ইউনূসকে অপসারণের অশুভ চেষ্টায় দেশের মানুষের মতো আমাদেরও মর্মাহত করেছে। আমরা এই হীনমানসিকতার ও কর্মের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশের নানা আর্থিক প্রতিষ্ঠানে নৈরাজ্যের চিত্র দেখে আমরা ভীষণভাবে শংকিত। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে বিপর্যয় হলে গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক কর্মসংস্থান ভূলুণ্ঠিত হবে এবং কোটি কোটি মানুষের জীবনে সীমাহীন দুর্ভোগ নেমে আসবে।’
বিবৃতিদাতারা বলেন, ‘আমরা সরকারের সংশ্লিষ্ট ক্ষমতাধরদের পূর্বাপর চিন্তা করে দায়িত্বশীল হওয়ার অনুরোধ করছি। অন্যথায় করুণ পরিণতির দায় এড়ানো কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব হবে না।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য