সাধারণের মতোই থাকতে চান জেনারেল মইন

রবিবার, ২০ মার্চ, ২০১১

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ আবারও বললেন, তিনি রাজনীতিতে আসতে চান না, সাধারণ মানুষের মতোই থাকতে চান। সম্প্রতি ধানমণ্ডির হোয়াইট প্যালেসে বিডিএস কুরিয়ার সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি অবসর প্রস্তুতিকালীন ছুটি (এলপিআর) শেষ করার পর এই প্রথম তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন।

http://amaderitaly.com/wp-content/uploads/2010/07/bangladesh_0630.jpg

মইন জানান, বর্তমানে তিনি থাকছেন বারিধারায় ডিওএইচএসে নিজের বাড়িতে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেও যাচ্ছেন না। বিডিএসের অনুরোধে তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের দেখে তিনি বলেন, 'অনেক দিন পর আপনাদের দেখে ভালো লাগছে।'
কয়েক দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকার পর এখন ভালো আছেন বলে জানান জেনারেল (অব.) মইন। নোয়াখালীতে নিজের বাড়িতে যান কি না জানতে চাইলে তিনি বলেন, নিজের কাজে গেলেও বিভিন্ন জন সেটাকে নানাভাবে দেখার চেষ্টা করবে। তাই তিনি নোয়াখালীতে তাঁর বাড়িতে যাচ্ছেন না। নতুন কোনো বই লিখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমার লেখা বই মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ১২টি সংস্করণ বেরিয়েছে। ইংরেজি ভার্সন বের করারও অনুরোধ এসেছে।'
মইন বলেন, 'এ দেশ নিয়ে অনেকে হতাশ হয়। কিন্তু এ দেশের প্রধান সম্পদ ও শক্তি হলো মানবসম্পদ। তাদের তিন মাস থেকে ছয় মাস প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠালে তারা অনেক অর্থ উপার্জন করবে।'
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বগুড়ায় কৃষিবাজার এবং মঙ্গা এলাকায় তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উঠে আসে। সাবেক সেনাপ্রধান বলেন, 'এখন আর মঙ্গার কথা শোনা যায় না।'
এতিমদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করে মইন জানান, এ সমাজে এতিমদের দিয়ে অসম্মানজনক কাজ করানো হয়। তিনি এতিমদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করতে চান। তিনি আরো জানান, পত্রিকায় অসহায় দুস্থ শিক্ষার্থীদের জন্য সাহায্যের আবেদন দেখে তিনি অনেকের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও এ সমাজের জন্য কাজ করতে চান।
অনুষ্ঠানের আয়োজকরা সাংবাদিকদের কাছ থেকে জেনারেল মইনকে আলাদা করে রাখার চেষ্টা করছিলেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করেন। তাঁর নিজস্ব চিন্তাধারা অনুযায়ী তিনি মনে করেন, "আমাদের সবাইকে 'মিডিয়া ফ্রেন্ডলি' হওয়া উচিত।" তিনি আরো মনে করেন, তরুণরাই এ সমাজ বদলাতে পারে। তিনি অন্যদের কাছ থেকেও শিখতে চান।
অনুষ্ঠানে আরেক সাবেক সেনাপ্রধান ও বিএনপি নেতা লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিডিএস কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন। লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান অনুষ্ঠানস্থলে ফিতা কেটে বিডিএস কুরিয়ার সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন।
জেনারেল মইন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিডিএস কুরিয়ার সার্ভিসের শুভযাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে যোগ দিতে পারেননি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য