নতুন এক বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ৭৫ জুটি জড়ো হয়েছিল দিলি্লতে। তালিকায় ছিলেন নেহা ধুপিয়া আর অর্জুন রামপালও। উপলক্ষ দাড়ি কামানো। মেয়েরা কামিয়ে দিয়েছেন ছেলেদের দাড়ি। দিলি্লর আনসাল প্লাজায় শুক্রবার বসেছিল বিশ্বের সবচেয়ে বড় দাড়ি কামানোর এই অনুষ্ঠান। উদ্যোক্তারা নিশ্চিত, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অব রেকর্ডসে জায়গা করে নেবে এই অভিনব আয়োজন। তবে ওই দুটি রেকর্ড প্রতিষ্ঠানের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অর্জুনের দাড়ি কামাতে কামাতে নেহা বলেন, "একটা মেয়ে নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য যদি ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে পারে, তাহলে দাড়ি কামানোর জন্য একটা ছেলে কেন পাঁচ মিনিট সময় ব্যয় করতে পারবে না। আমার মনে হয়, মেয়েদেরও উচিত এ ব্যাপারে ছেলেদের সহযোগিতা করা এবং বোঝানো, তাদের আমরা কিভাবে দেখতে চাই।'
অর্জুন বলেন, 'মেয়েরা ছেলেদের ক্লিন শেভ পছন্দ করে। আর একটা মেয়ে যদি কোনো ছেলের দাড়ি কামিয়ে দেয় তাহলে তার চেয়ে মজার আর কী আছে।"
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।