দেশে কোন সংবিধান কার্যকর তা স্পষ্ট নয়: খন্দকার মাহবুব

রবিবার, ২০ মার্চ, ২০১১

নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তনের দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, সরকার মুখে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বললেও কর্মকাণ্ডে তার উল্টোটাই প্রাধান্য পাচ্ছে।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_3/128713533220101015.jpg

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, দেশে এখন কোন সংবিধান বলবৎ আছে তা স্পষ্ট নয়। দেশের সর্বোচ্চ আইন একটি জগাখিচুড়ি অবস্থার মধ্যে রয়েছে। পঞ্চম আর অষ্টম সংশোধনী বাতিল হলে বাকি থাকে বাকশাল সংক্রান্ত চতুর্থ সংশোধনী।

দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা দেন। এই সংশোধনী বাতিল হলে দেশ বাকশালে ফিরে যাবে।

বিচার বিভাগকে প্রশাসন থেকে বের করে আনার অর্জন ম্নান হয়ে যাচ্ছে মন্তব্য করে আইনজীবী সমিতির সভাপতি বলেন, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতি সরকার নিজের হাতে তুলে নেয়ায় বিচার বিভাগের স্বাধীনতা এখন হুমকির মুখে পড়েছে।

সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা নস্যাতের অভিযোগ এনে তিনি সভাপতি বলেন, ‘বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে এবং বিচার বিভাগে কোনো ধরনের অস্বচ্ছতা থাকলে দেশের মানুষ ন্যায়বিচার বঞ্চিত হবে।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য