Voice
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব।

Interrogative sentence
Rule: Why, when, where, how ইত্যাদি দ্বারা interrogative active বাক্য শুরু হলে passive voice করার সময় ওই interrogative adverb-গুলোই বাক্যের প্রথমে থেকে যায়। Voice change-এর অন্যান্য নিয়ম অবশ্যই পালনীয়। যেমন:
Active: Why does he disclose the fact?
Passive: Why is the fact disclosed by him?
Active: Why do they take the pen?
Passive: Why is the pen taken by them?
Active: When will Jibon write it?
Passive: When will it be written by Jibon?
Active: When will they make the kite?
Passive: When will the kite be made by them ?
Active: Where did Mamun find you?
Passive: Where were you found by Mamun?
Active: Where have you taken him?
Passive: Where has be been taken by you ?
Imperative sentence
Rule: Imperative sentence: যে sentence দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ বুঝায় তাকে imperative sentence বলে। ওই sentence-এর active voice-এর object-কে let-এর object-রূপে ব্যবহার করতে হবে। মূল verb-এর past participle হয় এবং তার পূর্বে be ব্যবহার করতে হয়। যেমন:
Active: Do it.
Passive: Let it be done (by you).
Active: Make a Kite.
Passive: Let a Kite be made (by you).
Active: Help the poor.
Passive: Let the poor be helped (by you).
Active: Take care of your health.
Passive: Let your health be taken care of.
Rule: Imperative sentence-এর active voice যখন let দ্বারা দেওয়া থাকে তখন passive voice করার সময় নতুন করে আর let ব্যবহার করার দরকার হয় না। ওই let-কেই ওই বাক্যের শুরুতে বসিয়ে indirect object-টিকে subject করে passive করতে হয়। যেমন:
Active: Let Putul read the book.
Passive: Let the book be read by Putul.
Active: Let me sing a song.
Passive: Let a song be sung by me.
Active: Let him do the sum.
Passive: Let the sum be done by him.
দ্রষ্টব্য: Let-এর পরে second person বসে না।
Rule: Imperative sentence-এর active voice-এর প্রথমে বা শেষে যদি adverb থাকে তবে passive করার সময় তাকে বাক্যের শেষে রেখে দিতে হয়। যেমন:
Active: Help him now.
Passive: Let him be helped now.
Active: Always speak the truth.
Passive: Let the truth be spoken always.
Active: Shut the door immediately.
Passive: Let the door be shut immediately.
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।