‘এক টাকার দেনমোহরে’ আবারো শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে ব্যাংকক!

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১১

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে ব্যাংকক গেছেন। ব্যাংককে তারা ‘এক টাকার দেনমোহর’ ছবির শুটিংয়ে অংশ নিবেন। ২২ মার্চ মঙ্গলবার বিকেলের ফাইটে তারা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন।

http://alaminbd.files.wordpress.com/2011/03/shakib-bg-220110322184606.jpg?w=221&h=300

‘এক টাকার দেনমোহর’ ছবির বেশিরভাগ শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে। ছবিটির ৪টি গান চিত্রায়িত হবে ব্যাংককে। এই গানগুলোর শুটিংয়ে অংশ নেয়ার জন্যই শাকিব খান ও অপু বিশ্বাসের এই ব্যাংকক সফর। ‘এক টাকার দেনমোহর’ ছবিটি পরিচালনায় রয়েছেন এমবি মানিক।
ব্যাংকক সফরে যাওয়ার আগে শাকিব খান বললেন, ব্যাংকক এখন আমার খুব চেনা একটি শহর। এতবার সেখানে গেছি যে, ব্যাংককের প্রতি একটা অন্য ধরনের টান চলে এসেছে। বিশেষ করে থাইল্যান্ডের ব্যাংকক ও পাতোয়ায় অনেক কাজ করেছি। সেখানকার অনেক মানুষের সঙ্গেই চেনাজানা হয়ে গেছে। অপু বিশ্বাস বললেন, ব্যাংককে বহু ছবির শুটিংয়ে আমি অংশ নিয়েছি। শুটিংয়ের পাশাপাশি ব্যাংকক-পাতোয়-ফুকেটের অনেক জায়গায় ঘুরেছি। খুব শান্তিতে ব্যাংককে শুটিং করা যায়। সেখানে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। অন্য দিকে নজর দেওয়ার সময় নেই কারো। । এ বিষয়টি আমার খুব ভালো লেগেছে। শুটিং শেষ করে শাকিব-অপু ২৮ মার্চ দেশে ফিরবেন বলে জানা গেছে।
‘এক টাকার দেনমোহর’ ছবিতে শাকিব-অপু সহ আরও অভিনয় করেছেন সোহেল রানা, উজ্জল, সুচরিতা, নূতন, মিশা সওদাগর প্রমুখ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য