প্রথমবারের মতো বিজ্ঞাপনে অমিতাভ-জয়া

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আলাদাভাবে অসংখ্য টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তাঁরা একসঙ্গে বিভিন্ন ছবিতে জুটি হয়ে অভিনয় করলেও টিভি বিজ্ঞাপনে কাজ করেননি। এবারই প্রথম বলিউডের এই জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জুটি হয়ে টিভি বিজ্ঞাপনে কাজ করলেন। সম্প্রতি তাঁরা বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

অমিতাভ-জয়া সর্বশেষ অভিনয় করেছিলেন করন জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবিতে। সেটাও প্রায় ১০ বছর আগের ঘটনা। এরপর তাঁদেরকে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি। টাটা গ্রুপের এই বিজ্ঞাপনটি হচ্ছে অলংকারের। বিজ্ঞাপনের মাধ্যমে বলিউডের এই দুই অভিনয়শিল্পীকে প্রায় এক দশক পর একসঙ্গে দেখা যাবে।
বিজ্ঞাপনটিতে কাজ করার পর অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘কভি খুশি কভি গম ছবিতে অভিনয়ের অনেক দিন পর আমি ও জয়া একসঙ্গে কাজ করলাম।’
উল্লেখ্য, বলিউডের এই জনপ্রিয় জুটি একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সেগুলো হচ্ছে ‘জনজির’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’ ও ‘সিলসিলা’।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য