কণ্ঠশিল্পী রুমানা ইসলামের দেশের গানের একক অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন হলো গতকাল বুধবার সন্ধ্যায়, রাজধানীর একটি রেস্টুরেন্টে। অ্যালবামের নাম ‘ভালবাসি মাগো তোকে’। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত পরিচালক আলাউদ্দীন আলী, শেখ সাদী খান ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, সাংবাদিক ও কলামিস্ট মোজাম্মেল বাবু, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম এবং শিল্পী রুমানা ইসলামসহ আরও অনেকে। শেষ পর্যায়ে উপস্থিত অতিথিদের জন্য অ্যালবামের গানের ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
উল্লেখ্য, এই অ্যালবামটি শিল্পী রুমানা ইসলামের দেশাত্মবোধক গানের প্রথম একক অডিও অ্যালবাম। মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১০টি দেশের গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
এ প্রসঙ্গে শিল্পী রুমানা ইসলাম বলেন, ‘নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আমার অ্যালবামটি। আশা করি দেশপ্রেমিক শ্রোতাদের কাছে অ্যালবামের গানগুলো ভালো লাগবে।’
রুমানা ইসলামের ভালবাসি মাগো তোকে অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।