দুই বছরের মধ্যে ঢাকার যানজট কমে আসবে: যোগাযোগমন্ত্রী

শনিবার, ২ এপ্রিল, ২০১১

আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে আসবে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, ঢাকার যানজট নিরসনে দ্রুতগতিতে একাধিক ফ্লাইওভার, দ্বিতল রাস্তা ও মেট্রো রেলের নির্মাণ প্রকল্প এগিয়ে চলেছে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_1/128497697520100920.jpg

বৃহস্পতিবার সকালে মিরপুর থেকে এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।

যানজট নিরসনে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে এসব প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর সরকার।

মন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ঢাকার যানজট অনেকাংশেই থাকবে না। সব কাজই ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে।’

ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পরিচালক কর্নেল আবু সাইদ মো. মাসুদ বলেন, ‘মিরপুর-১১ ও ১২ থেকে যদি এয়ারপোর্টে যেতে হলে ১০ নম্বর গোল চত্বর থেকে বিজয় সরণী হয়ে তারপর মহাখালি হয়ে আবার এয়ারপোর্ট রোড দিয়ে এয়ারপোর্টে যেতে হতো।

আর ফ্লাইওভার নির্মাণ হলে আগে যেখানে এক ঘণ্টার বেশি সময় লাগত সেটা দশ মিনিটেই যাওয়া যাবে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি ২০১২ সালে অক্টোবরের মধ্যে মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভারের কাজ শেষ হবে।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য