ইন্টারনেট ডোমেইনে যুক্ত হলো বাংলা!

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

কম্পিউটার সংশ্লিষ্ট বেশীরভাগ কাজেই ইংরেজি ভাষার ব্যবহার সর্বাধিক আর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি আরও বেশী প্রযোজ্য ওয়েবসাইট নির্ভর সবধরনের কাজেই মূলভাষা হিসেবে ইংরেজিই ব্যবহূত হয়ে থাকে তবে কম্পিউটার ইন্টারনেট বিষয়ক কাজে অন্যান্য ভাষার ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই পিছিয়ে নেই আমাদের বাংলা ভাষাও অনেক আগে থেকেই কম্পিউটারে ব্যবহত হয়ে আসছে বাংলা ভাষা ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হওয়ার মাধ্যমে অন্যান্য সব ক্ষেত্রেও বাংলাভাষার বহুল প্রসার স্বীকৃতি পেয়েছে বিশ্বব্যাপী

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/50254_328288095674_7807583_n.jpg

বাংলাদেশী বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠনের বিভিন্ন ওয়েবসাইট এখন রয়েছে বাংলা ভাষাতেই তবে যে জায়গাটিতে এখনও বাংলাভাষার প্রবেশের সুযোগ ছিলো না, তা হলো আইডিএন বা ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম, যাকে আমর এক কথায় ওয়েব ঠিকানা বলে জানি বেশ কয়েকটি ভাষাতে আইডিএন লেখার সুযোগ উন্মুক্ত থাকলেও বাংলাভাষায় সেটি লেখার সুযোগ ছিলোনা তবে, অবশেষে আইডিএন লেখার ভাষা হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলা ভাষা অর্থাৎ এই স্বীকৃতির পরে, বাংলা বর্ণমালার বর্ণ ব্যবহার করে লেখা যাবে বিভিন্ন ওয়েব ঠিকানা আর ডোমেইন এক্সটেনশন হিসেবে এখন থেকে স্বীকৃতি পেলো ডট বাংলা অর্থাৎ এর আগের ডট বিডি এক্সটেনশনগুলো এখন থেকে ডট বাংলা এক্সটেনশন দিয়ে পরিবর্তন করা যাবে বিশ্বব্যাপী ইন্টারনেটের এই আইডিএন এবং টপলেভেল ডোমেইন বিষয়টি নিয়ন্ত্রণ করে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস এন্ড নাম্বারস (আইসিএএনএন) নামের সংগঠন গত বছর ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার কর্তৃক তাদের কাছে বাংলাভাষাকে আইডিএনএ অন্তর্ভূক্ত করার আবেদনের প্রেক্ষিতে আইসিএএনএন তাদের আনুষ্ঠানিক পদ্ধতির মধ্য দিয়ে তারা এটি অনুমোদন করে গত বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আইডিএন এর ভাষায় হিসেবে বাংলাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে প্রসঙ্গত, ২০০৯ সালের ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আইসিএনএন এর বার্ষিক সম্মেলনে আইডিএন সিসি টিএলডি এর বিভিন্ন নন-ল্যাটিন ভাষা সংযুক্তির প্রক্রিয়া শুরু করে সে বছর ১৬ নভেম্বর এ বিষয়ে প্রথম আবেদন জমা পড়ে আইডিএন এর ভাষা হিসেবে অন্তর্ভূক্ত হতে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তা হলো ভাষাটি হতে হবে নন-ল্যাটিন এবং তাকে অবশ্যই কোনো রাষ্ট্র বা কোনো নির্দিষ্ট অঞ্চলের স্বীকৃত ভাষা হতে হবে এছাড়াও বেশ কিছু কারিগরি চাহিদাও পূরণ করতে হবে এসকল বৈশিষ্ট্যপূর্ণ ভাষাগুলো আইডিএনএ সংযুক্ত হতে তিনটি ধাপ অতিক্রম করতে হয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইসিএএনএন এর কাছে আবেদন, আবেদকৃত ভাষাকে আইসিএএনএন কর্তৃক মূল্যায়ন এবং আইএএনএ (ইন্টারনেট অ্যাসাইনড নাম্বারস অথোরিটি) কর্তৃক অনুমোদন বাংলা ইতোমধ্যেই দুইটি ধাপ অতিক্রম করেছে আইডিএন এ বাংলা ভাষা সংযুক্ত করার কাজে জড়িত বিটিআরসি এবার আইএএনএ'র কাছে আবেদন করলেই তারা কোন কোন সংস্থা এটি ব্যবহার করতে পারবে, তা ঠিক করে দেবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে ওয়েব অ্যাড্রেস বারে বাংলা দেখতে হয়তো আরো তিন থেকে ছয়মাস লেগে যাবে তবে বহুল প্রতীক্ষিত এই উদ্যোগের বাস্তবায়ন নিশ্চয় ইন্টারনেট বিশ্বে বাংলার যে ব্যবহার, তাতে যোগ করবে একটি ভিন্নমাত্রা ইন্টারনেট বিশ্বে বাংলাভাষার অবস্থান হবে আরো শক্তিশালী

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য