ফরিদপুরে হরতালকারীরা পুলিশ ভ্যানে পিকেটারদের আগুন, গ্রেপ্তার ১৫!

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

ফরিদপুরে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালে পুলিশ ও পিকেটারদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জেলার নগরকান্দা, ভাঙ্গা ও ফরিদপুর শহরে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নগরকান্দা থানার ওসিসহ ১০ পুলিশ ও ১২ পিকেটার আহত হয়েছে। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130190635520110404.jpg

সকালে নগরকান্দায় হরতালকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ আহত হয় ১২জন। বেলা সাড়ে ১০টায় পুলিশের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। হরতালকারীরা এ সময় পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নগরকান্দা থানার ওসি শংকর কুমার দাসসহ আহত হয় আরেও ১০ জন।

র‌্যাব ও পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, বেলা ১১টার দিকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ হরতালকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

এ সব ঘটানয় পুলিশ বিভিন্ন উপজেলা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য