প্রস্তাবিত নারীনীতি নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, সরকারের উচিৎ নারীনীতিতে নতুন কী সংযোজিত হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া। নারীনীতির কোনো অংশ যদি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুশাসনের বিপক্ষে থাকে তা প্রত্যাহারের ঘোষণা দেয়া।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ডাকা হরতালের ব্যাপারে স্পষ্ট কিছু না জানিয়ে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন, এ নিয়ে আন্দোলনরতদের সঙ্গে সরকার আলোচনায় না বসে দমননীতির অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। আমরা সরকারের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।
এরআগে গত শুক্রবার মির্জা ফখরুল ইসলাম জানান, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল তাদের দলীয় কর্মসূচি। এ বিষয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, বলব না।
৪ এপ্রিলের হরতালের মাঠে বিএনপি মাঠে থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা লিখিত বক্তব্য দিয়েছি। এটাই আমাদের অবস্থান।
সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।