প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী ও চতুর্থ অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিবন্ধীদের অবহেলা না করে সমাজের মূল শ্রমধারার সঙ্গে যুক্ত করার সুযোগ সৃষ্টির আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করুন। আপনাদের (বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা) তো অনেক সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এরপর আমরা শর্ত জুড়ে দেব যে প্রতিবন্ধীদের নিতেই হবে।’
শেখ হাসিনা বলেন, অনেকেই প্রতিবন্ধীদের চাকরিতে নিতে চান না, স্কুলে ভর্তি করতে চান না।
এ ধরনের মানসিকতা ত্যাগ করে প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে তিনি আহ্বান জানান।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অটিস্টিক ও প্রতিবন্ধী উন্নয়নে পণবন্দী’।
বক্তব্য শেষে দর্শক সারিতে বসার আগে প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় গান ও দলগত নৃত্য প্রধানমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা উপভোগ করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।