‘নীলাম্বরী’ শহীদের একক অডিও অ্যালবাম নিইয়ে আসলো ‘দূরবীন’ ব্যান্ডে!

সোমবার, ৪ এপ্রিল, ২০১১

প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের কার্যালয়ে গতকাল রোববার সন্ধ্যায় ‘দূরবীন’ ব্যান্ডের প্রধান ভোকাল শহীদের একক অডিও অ্যালবাম ‘নীলাম্বরী’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও আরফিন রুমি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী নকীব খান, তপন চৌধুরী, আরফিন রুমি, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও শহীদ নিজে।



এটি শহীদের দ্বিতীয় একক অডিও অ্যালবাম। এতে মোট আটটি গান রয়েছে। সহশিল্পী হিসেবে অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শুভমিতা ও ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কি প্রতিযোগিতার খেয়া। অ্যালবামের গানগুলো হলো—এক জীবন, অন্তর্যামী, ভাবনা নদী, দুঃখ বিলাসী, নীলাম্বরী ইত্যাদি।
অ্যালবামটি নিয়ে শিল্পী শহীদ বলেন, ‘অনেক দিন ধরে অনেক যত্নসহকারে অ্যালবামটি করেছি। বিশেষ করে ফুয়াদ ভাই, রুমি অ্যালবামটিতে যথেষ্ট সময় নিয়ে কাজ করেছেন। অ্যালবামটির প্রতিটি গান দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য