সংগীতপরিচালক হিসেবে চ্যানেল আই সেরা কণ্ঠ ইমরান কাজ করেন নিজের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোকে’। সম্প্রতি অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। এ অ্যালবামের তিনটি গানের সংগীত পরিচালনা করেন তিনি। তবে এবার আর তিনটি গান নয়। পূর্ণাঙ্গ একটি অ্যালবামের সংগীত পরিচালনার কাজ করবেন তিনি। সামনের সেপ্টেম্বরে এ অ্যালবামটির কাজ শুরু করবেন বলে জানান তিনি। সংগীত পরিচালনার পাশাপাশি অ্যালবামে তাঁর কণ্ঠে দুটি গানও থাকবে। গান থাকবে বর্তমান সময়ের জনপ্রিয় আরও বেশ কয়েকজন গায়কের।
এ ছাড়া ইমরান বর্তমানে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শেষ করেছেন হূদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের সুরে ‘এএনএফ’ নামের একটি মিশ্র অ্যালবামের।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।