সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার সৌদি আরব থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, ‘দেশের সার্বিক অবনতিশীল পরিস্থিতিতে নগ্ন দলীয়করণ ও নানাবিধ অপকৌশলে উচ্চ আদালতকে কলুষিত করে ন্যায় বিচারের পথ সম্পূর্ণ রুদ্ধ করে দেয়ার বিরুদ্ধে নিরঙ্কুশ রায় দেয়ায় আমি সচেতন আইনজীবী সমাজকে মোবারকবাদ জানাই।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে বিজয়ীরা আইনের শাসন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সঙ্গে নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
খালেদা জিয়া বলেন, সমিতির গৌরব সমুন্নত রাখতে বিজয়ী সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে সমিতির গণতান্ত্রিক ধারা অবহ্যাত রাখায় বিজিত প্রার্থীদেরও ধন্যবাদ জানান তিনি।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।