'দেহ' নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন পপি। সালমান হায়দারের চিত্রনাট্য ও পরিচালনায় মার্চের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে। পপি বলেন, 'ছবিতে আমার চরিত্রের নাম ফুলবানু। সে গ্রামের সহজ-সরল মেয়ে হওয়ায় বিভিন্নভাবে প্রতারিত হয়। এভাবে একসময় সে পেশাদার পতিতা হতে বাধ্য হয়।' পরিচালক সালমান হায়দার বলেন, 'আমি ছবিটি বাস্তবসম্মতভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। যে কারণে পাড়া-গাঁয়ে কিছুটা এবং বাকিটুকু দৌলতদিয়া পতিতালয়ে শুটিং করব।'
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।