ভারতীয় দলকে বিশ্বকাপ ট্রফির বদলে ‘রেপ্লিকা’ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিয়েছে আইসিসি। ভারতকে ‘আসল’ ট্রফিটাই দেওয়া হয়েছে বলে আজ নিশ্চিত করেছে আইসিসি।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, মহেন্দ্র সিং ধোনির কাছে যে ট্রফিটা আইসিসি তুলে দিয়েছে, তা বিশ্বকাপের ‘নকল’ ট্রফি। আসল ট্রফিটা মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগে পড়ে আছে! এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।
সৃষ্ট এই বিতর্কের জের ধরে আইসিসি এক তথ্য বিবরণীতে জানিয়েছে, ‘গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদের পরিপ্রেক্ষিতে আইসিসি নিশ্চিত করছে, শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় অধিনায়কের হাতে যে ট্রফিটা তুলে দেওয়া হয়েছে, সেটাই বিশ্বকাপের আসল ট্রফি। এটাকে রেপ্লিকা বলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এই ট্রফিটার জন্যই এত দিন ১৪টি দল লড়েছে।’ ওয়েবসাইট।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।