কক্সবাজারে পুলিশ-পিকেটারের সংঘর্ষে আহত ২৫, আটক হয়েছে ২০!

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ডাকে হরতাল পালনকালে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130189720820110404.JPG

কক্সবাজারের ঈদগাও ও শহরের লিংকরোড থেকে পুলিশ ধলিরছড়া মাদ্রাসা শিক্ষক আবদুল গফ‌ফার নাছের, রামু উপজেলার জোয়ারিয়া নালা মাদ্রাসার ছাত্র রবিউল আলম ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল হকসহ ২০ জনকে আটক করেছে।

সকালে রামুতে হরতালের পক্ষে মিছিল বের করলে চৌমুহনী এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ ও লাটিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে রামু থানার উপ-পরিদর্শক মোকাদ্দেস ও একজন সিপাহীসহ ১৭ জন আহত হয়। এ সময় বিক্ষোভকারীরা একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চকরিয়ায় হাজার হাজার মাদ্রাসা ছাত্র কাপনের কাপড় পরে রাস্তায় নেমে পিকেটিং করে।

এদিকে, হরতালের সমর্থনের কক্সবাজার শহর ও লিংকরোডে মিছিল বের করে ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে অন্তত ৬ জন আহত হয়।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য