প্রত্যাশার চাপেই ভেঙে পড়েছি’

রবিবার, ২০ মার্চ, ২০১১

প্রত্যাশার চাপে ভেঙে পড়েই দল এমন পরাজয় বরণ করেছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি আরো বলেন, বিশ্বকাপের আগে প্রত্যাশা ছিল কোয়ার্টার ফাইনাল খেলা। কিন্তু তিনটি ম্যাচ জিতলেও তা না হওয়ায় দল আশাহত।
আর গ্রুপের শেষ ম্যাচে বিশাল জয় পাওয়ায় প্রোটিয়াস অধিনায়কের লক্ষ্য বাকি ম্যাচগুলো ভালো খেলে শিরোপা জয় করা।

http://www.rtnn.net/newsimage/sec_4/subsec_11/129925574420110304.jpg

শনিবার বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে নিজেদের ব্যর্থতার কথা অকপটেই স্বীকার করলেন অধিনায়ক সাকিব আল হাসান। ২০৬ রানে পরাজয়। রানের হিসেবে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হতাশার দিন। এরআগে ২০০৭ সালে শ্রীলঙ্কার কাছে ১৯৮ রানে হেরেছিল বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে হার আর এ ম্যাচে ৭৮ রানে অলআউট। কেন এই ব্যর্থতা? কারণটা জানালেন সাকিব নিজেই। ‘আমরা জাস্ট ভাল ব্যাটিং করিনি। প্রেসার বলেন আর চাপই বলেন, আমরা আসলে বড় আসরে এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

এদিকে, ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। আর অধিনায়ক গ্রায়েম স্মিথের চোখ এখন সামনের দিকে। লক্ষ্য তাদের ভাল খেলে শিরোপা জেতা।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য