গোপালগঞ্জে একটি মানহানি মামলায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম সোমবার এই আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর দুই সাংবাদিক হলেন- দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত ও পাক্ষিক মাতৃমুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন শেখ।
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সোমবার ঢাকার দুটি মামলায় হাজিরা দেয়ায় গোপালগঞ্জের মামলায় অনুপস্থিত ছিলেন।
এদিকে ‘মানহানি মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না’ মর্মে গত ২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আইন পাশ হওয়ার পরও এভাবে তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়।
গত ২৫ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় ‘কোটালীপাড়ায় যুদ্ধাপরাধীদের তালিকায় আ’লীগের শীর্ষ নেতা ও তাদের স্বজনরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই তথ্য দিয়ে দৈনিক ডেসটিনি পত্রিকায়ও একটি সংবাদ প্রকাশিত হয়।
এতে ক্ষুব্ধ হয়ে গোপালগঞ্জের আইনজীবী দেলোয়ার হোসেন সরদার ১২ মে বাদী হয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবীরের আদালতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক আলহাজ্জ্ব হাসমত আলী, কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলু, জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত, দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি এইচএম মেহেদী হাসনাত, দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা, মাতৃমুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন শেখ ও উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।
গত ৩ জুন কোটালীপাড়া থানা মামলাটি এজাহার ভুক্ত করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক আলহাজ্ব হাসমত আলী, জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত, দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহাকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার বাদী চার্জশিটের উপর নারাজি দেন। সোমবার চার্জশিটের শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট না রাজির আবেদন খারিজ করে ওই তিন জনকে মামলা থেকে অব্যহতি দেন।
অপরদিকে আদালতে হাজির না থাকায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি এইচএম মেহেদী হাসনাত ও মাতৃমুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।