জাতির জনক ও স্বাধীনতার ঘোষক প্রশ্নে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন সংবিধান সংসদে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত। একইসঙ্গে সংবিধান সংশোধনে কোনো পরামর্শ থাকলে বিরোধী দলকে তা বিশেষ কমিটিতে এসে দেয়ার জন্য আহ্বান জানান তিনি।
সোমবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত বলেন, ’৭১-এর ১০ এপ্রিল স্বাধীনতার ইশতেহারে স্পষ্টভাবে লেখা আছে ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। সুপ্রিমকোর্টের রায়েও একই কথা বলা হয়েছে। তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’
রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দেয়া হলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে।
এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, প্রজাতন্ত্র অধ্যায়ে বঙ্গবন্ধুকে জাতির পিতার স্বীকৃতি দিয়ে সংবিধান সংশোধন করা হবে। ফলে চাইলেও তা পরিবর্তন করা যাবে না।
প্রসঙ্গত, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সরকারি দল আহ্বান জানালেও বিরোধী দল তাতে অংশগ্রহণ করেনি।
তবে কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এখনও রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান সুরঞ্জিত।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।