তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভাবছে বিশেষ কমিটি: সুরঞ্জিত

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন, সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন আছে কি না তা বিবেচনা করছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। অবশ্য বিষয়টি জটিল বলে স্বীকার করেন তিনি।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_1/127480310820100525.jpg

বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ‘মিড-নাইট ল’ আখ্যায়িত করে তিনি বলেন, মাত্র ১১ দিন বয়সী একটা একদলীয় বিতর্কিত সংসদে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করা হয়েছিল। ওই সংসদীয় নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করেনি।

সুরঞ্জিত বলেন, একটি দল একাই সংসদে ওই আইন পাস করে। তখন কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। তারা (তৎকালীন বিএনপি সরকার) এটা করে সংসদ ভেঙে দিয়েছে। সংসদীয় কমিটি বিষয়টি দেখছে।

তিনি জানান, এছাড়া বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা, মৌলিক অধিকার ও স্থানীয় সরকার নিয়েও আলোচনা হয়। বিশদ আলোচনার পর কমিটি সিদ্ধান্তে আসবে। এর বেশি সংবাদ মাধ্যমের কাছে বলতে চাই না।

দেশে সংবিধান শূন্যতা বিরাজ করছে- বিরোধী দলের এমন অভিযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, কোনো দেশের সাংবিধানিক শূন্যতা থাকে না, থাকতে পারে না। সংবিধান না থাকলে সংসদ থাকল কি করে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য