সংবিধান সংশোধন করে স্বাধীনতার ঘোষক ঠিক করা যায় না: মওদুদ

সোমবার, ২৮ মার্চ, ২০১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষক সংক্রান্ত বিষয়টি ঐতিহাসিক সত্য ও অনুভূতির বিষয়। আইন করে কিংবা সংবিধান সংশোধন করে স্বাধীনতার ঘোষক ঠিক করা যায় না।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/127998997020100724.jpg

সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ট্রাস্ট টেলিমিডিয়া লিমিটেড আয়োজিত এক আলোচনা সভায় স্বাধীনতার ঘোষক নিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন।

সংবিধানে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসাবে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে তা বাদ দেয়ার ইঙ্গিত দিয়ে মওদুদ আহমদ বলেন, সংবিধান কোরআন নয় যা সময়ের প্রয়োজনে পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করা যাবে না।

‘সংবিধান থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক স্বীকৃতি মুছে ফেলার সুযোগ রাখা হবে না’- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো- চেয়ারম্যান সুরঞ্জিতের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘তাহলে ধরে নেব এটাই শেষ সরকার? দেশে কি আর নির্বাচন হবে না?’

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিতেন না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, যুদ্ধাপরাধীদের জিয়াউর রহমান ক্ষমা করেননি। সিমলা চুক্তির মাধ্যমে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে আওয়ামী লীগই ক্ষমা করে দিয়েছিল।

তিনি বলেন, স্থানীয়ভাবে যারা মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে দালাল আইনে বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারই।

এক সময় বিএনপি বিরুদ্ধে আন্দোলনে জামায়াত নেতা মতিউর রহমানকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিল এবং বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

তিনি বলেন, বর্তমানে দেশে একটি নতজানু, দুর্বল ও পরাধীন সরকার দেশ চালাচ্ছে।

তিনি বলেন, ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবদের আওয়ামী লীগ বিচারের মুখোমুখি করেনি। এতে শেখ হাসিনা দেশবাসীর কাছে প্রমাণ করেছেন- ফখরুদ্দিন, মইনুদ্দিন ও ইয়াজউদ্দিনের সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

ঢাকা সিটি করপোরেশনের ৭৪নং ওয়ার্ড কমিশনার আবুল বাসারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য