যুদ্ধাপরাধ মুক্ত আধুনিক দেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকার

সোমবার, ২৮ মার্চ, ২০১১

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক আচরণ যাতে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/129251521420101216.jpg

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সরকার যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিগগিরই যুদ্ধাপরাধের বিচারকাজ শেষ হবে।’

দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সকল দলের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য জাতীয় ঐক্যমত্য দরকার।

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেন, ‘পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে পারিনি। তবে চেষ্টার কোনো ত্রুটি নেই।’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘সংসদে উপস্থিতির মাধ্যমে মক্তিযুদ্ধের চেতনার যে জায়গাটি, মুক্তিযুদ্ধের যে কর্তব্য তা আমরা সম্পন্ন করতে পারবো।’

জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আমরা এখনো রাজনীতিকে গণতান্ত্রিক রীতি-নীতির ওপর দাঁড় করাতে পারিনি। তবে মহাজোট সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে গোজামিলের তত্ত্ব থেকে বেরিয়ে এসেছে।’

জাসদ (রব) সভাপতি আসম আবদুর রব বলেন, ‘আমরা বৃটিশ এবং পাকিস্তানের উপনিবেশের হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু অভ্যান্তরীণ উপনিবেশবাদের হাত থেকে রেহাই পাইনি।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য