ডিএসইতে সূচক-লেনদেন বেড়েছে

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারাদিন সূচকের ওঠানামার মধ্যদিয়ে শেষ হয়েছে। আজ সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইর লেনদেন শুরু হয়। বেলা ১১টা পাঁচ মিনিটের দিকে সূচক কিছুটা কমলেও ১১টা ৪০ মিনিটের দিকে সূচক ১৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর ১২টা ৫ মিনিটের দিকে আবার সূচক ৫০ পয়েন্টের মত নেমে যায়।

http://rtnn.net/newsimage/sec_6/subsec_22/129283003920101220.jpg

১২টা ২০ মিনিটের দিকে সূচক আবার ২০ পয়েন্টের মতো ওঠে ১টা ২০ মিনিটের দিকে আবার ১১০ পয়েন্টের কমে যায়। এরপর সূচক একাধিকবার ওঠানামা করে দিন শেষে সূচক দাড়ায় ছয় হাজার ৫২৮ পয়েন্টের কিছুটা বেশি।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির। কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ এক হাজার ৫৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, বেক্সটেক্স, আরএন স্পিনিং, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আফতাব অটোমোবাইল, ম্যাকসন স্পিনিং, গোল্ডেন সন ও সামিট পাওয়ার।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য