কিশোর-কিশোরীদের নেশা শুরু কীভাবে চেনা যায়?

শুক্রবার, ১১ মার্চ, ২০১১

যখন কিশোর-কিশোরী নেশা শুরু করে তখন তাদের প্রথম অবস্থাতেই অনেক সময় ধরা যায় না। প্রাথমিক অবস্থায় মাদকাসক্ত হওয়ার লক্ষণ ধরা বেশ কঠিন। খুব সতর্ক ও অভিজ্ঞ চোখে এই পরিবর্তন বুঝতে পারা যায়। যেমন
০ মুডের পরিবর্তন
০ উৎসাহী সতেজ মনের দিনে দিনে নিরুৎসাহী হয়ে ওঠা
০ লেখাপড়ায় উৎসাহ না থাকা
০ কাজকর্মে উৎসাহ না থাকা
০ সব সময় শুয়ে-বসে থাকা
০ ঝিমুনি
০ বেশি ঘুমানো
০ বেশি রাতে ঘুমাতে যাওয়া
০ সকালে ঘুম থেকে না ওঠা
০ অতিরিক্ত অলসতা
০ ক্লান্তি
০ বাবা-মাকে এড়িয়ে চলা
০ বাড়ির লোকজনকে এড়িয়ে চলা
০ আলাদা থাকতে চাওয়া
০ বাড়ির বাইরে বেশি সময় কাটানো
০ বন্ধ ঘরে বেশি সময় একা একা কাটানো
০ বাথরম্নমে বেশি সময় পার করা
০ সবার প্রতি উদাসীন থাকা
০ বাবা-মার প্রতি উদাসীনতা
০ টাকা-পয়সার প্রতি ঝোঁক
০ টাকা-চাওয়া
০ প্রয়োজনে চুরি করা
০ ছিনতাই করা
০ মিথ্যা কথা বলা
০ বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়ে যাওয়া
০ নিজের যত্ন না নেয়া
০ অপরিচ্ছন্ন থাকা
০ অত্যধিক ফ্যাশনেবল হওয়া
০ চুল এলোমেলো করে রাখা
০ ঝগড়াঝাটি করা
০ গালি-গালাজ করা ইত্যাদি।
অবশ্য ছেলে-মেয়েদের মধ্যে সামান্য অস্বাভাবিকতা বা উপরে যে উপসর্গ, লক্ষণ বলা হলো তা প্রকাশ পেলেই যে সন্তান নেশা করছে এটাও সব সময় ভাবা ঠিক নয়। মনে সন্দেহ এলে সঠিকভাবে অনুসন্ধান করে তবেই সিদ্ধান্ত নেয়া উচিত।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য