যুবরাজ নৈপুণ্যে নকআউটে অস্ট্রেলিয়াকে পাচ্ছে ভারত

রবিবার, ২০ মার্চ, ২০১১

যুবরাজের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রানের বড় জয় তুলে নিয়েছে ভারত। টসজয়ী ধোনি বাহিনীর ছুড়ে দেয়া ২৬৮ রানের জবাবে ক্যারিবীয়রা ৪৩ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায়। ব্যাট হাতে বিশ্বকাপে নিজের প্রথম শতকের সঙ্গে যুবরাজ বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

http://rtnn.net/newsimage/sec_4/subsec_11/130062893320110320.jpg

এ জয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে আগামী ২৪ মার্চ ‘এ’ গ্রুপের তৃতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। খেলা হবে আহমেদাবাদে।
এছাড়া নকআউট নিশ্চিত করা দলগুলোর মধ্যে ২৩ মার্চ পাকিস্তান ঢাকায় খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৫ মার্চ ঢাকায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৬ মার্চ কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড।

এরআগে চেন্নাইতে ভারতের ২৬৮ রানের জবাবে শুরুটা খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ৩৪ রান তোলার পর বিশ্বকাপে অভিষেক স্পিনার অশ্বিনের বলে এলবিডব্লিউ হন এডওয়ার্ডস (১৭)। এরপর ডুয়েন ব্রাভো আর স্মিথ ৫৭ রানের জুটি গড়েন। দলীয় ৯১ রানে ব্রাভোকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন সুরেশ রায়না।
এরপর আবারও স্মিথ আর সারওয়ান ৬৩ রানের আরেকটি জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। এবার দলীয় ১৫৪ রানে স্মিথকে জহির খান বোল্ড করলে খেলায় ফেরে ভারত। স্মিথ ৯৭ বলে ৭ চার এক ছয়ে ৮১ রান করেন।

মূলত স্মিথের বিদায়ের পরেই ভেঙে পড়ে ক্যারিবীয়রা। শেষ ৩৪ রান সংগ্রহে বিদায় নেন সাত ব্যাটসম্যান। এর মধ্যেও শেষ দিকে যা একটু লড়াই করেন সারওয়ান। জহির খানের বলে অশ্বিনের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৬৮ বলে ৩ চারে ৩৯ রান। এটিসহ জহির খান মোট ৩টি উইকেট, যুবরাজ সিং ২টি এবং অশ্বিন আরও একটি উইকেটসহ ২টি উইকেট তুলে নিলে ওয়েস্ট ইন্ডিজ ১৮৮ রানে গুটিয়ে যায় ৪৩ ওভারে।
এরআগে ভারত রামপালের পেস আক্রমণে পাঁচ বল হাতে থাকতেই ২৬৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ব্যতিক্রম যুবরাজ সিং তুলে নেন ১১৩ রান। আর বিরাট কোহলি করেন ৫৯ রান। রামপাল ৫১ রানে ৫টি উইকেট দখল করেন।

দিনের অপর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে কেনিয়ার বিপক্ষে ১৬৮ রানের বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। টসজয়ী জিম্বাবুয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ৩০৮ রান। দলের পক্ষে তিনটি অর্ধশতক হাকান টাইবু, সিবান্দা আর আরভিন। ৬৬ রান করা আরভিন হন ম্যাচ সেরা।
৩০৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে যেয়ে কেনিয়া ৩৬ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ওদিয়াম্বো।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য