‘১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে চিঠি’

রবিবার, ২০ মার্চ, ২০১১

নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনপ্রতিনিধিদের সম্পদ ও আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের কথা থাকলেও তা এখনও হচ্ছে না। এজন্য আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে।

http://desh.tv/news/news_image/thumbs/17570_1.jpeg

রবিবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত নথিতে সইয়ের কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেন, এটা প্রকাশ করা হবে না। তবে কেউ জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগ করতে হবে।
এরআগে ২০৫০ সাল নাগাদ এশিয়ার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের সঙ্গে অর্থমন্ত্রী এক বৈঠকে মিলিত হন।
সম্পদের হিসাব চেয়ে এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে জানান মন্ত্রী।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব দেয়ার প্রতিশ্রুতি ছিল। তবে সরকারের দুই বছরেরও তা করা হয়নি।
অর্থমন্ত্রী আরও বলেন, আয়কর বিবরণীর ভিত্তিতে সম্পদের এ হিসাব জমা দিতে হবে। সংসদ সদস্যদের কাছ থেকে সম্পদের বিবরণ আদায়ের জন্য তিনি স্পিকারের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়ার কথা জানান।
এছাড়া বিচারকদের সম্পদের বিবরণীর বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য